মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি:
ছাত্র-জনতার বিজয়ে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আন্দোলনকারী সকল ছাত্র-জনতার প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, ছাত্র- জনতার বিজয় দেশে এক নতুন যুগের সূচনা করেছে। দেশের অচলাবস্থা নিরসন ও যুলুম-নির্যাতনের মুকাবিলায় এ বিজয় ছাড়া কোনো বিকল্প ছিল না। ছাত্র-জনতাকে এ বিজয় ধরে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারে যেন আন্দোলনকারী ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। নেতৃবৃন্দ এ আন্দোলনে মৃত্যুবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীসহ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেয়ার করুন