অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন এসএমপির ৩ পুলিশ কর্মকর্তা

সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর ৩ পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম ও পুলিশ সুপার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে এসএমপির ৩জন পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *