নতুন করে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এছাড়া অবরোধ চলাকালে নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান করবে দলটি।
এর আগে, বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার দেশব্যাপী দোয়া আয়োজনের কথা জানান তিনি। বিকেলে সরকারবিরোধী জোট গণতন্ত্র মঞ্চও একইসময়ে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সারাদেশে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। একইদিন জামায়াতও হরতাল কর্মসূচি ঘোষণা করে। হরতালের পর অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জামায়াতও একই সময়ে অবরোধ কর্মসূচি দেয়। যেটি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।
শেয়ার করুন