আইনশৃঙ্খলার অবনতির জন্য যাদের দোষলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আইনশৃঙ্খলার অবনতির পেছনে আওয়ামী দোসরদের দুষলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গত কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। লুটপাটের অঢেল অর্থ দিয়ে তারা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে দাবি করেছেন তিনি। তবে এদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে রাত ১টার দিকে ঢাবির কবি বিজয় একাত্তর হলের সামনে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে গিয়ে হলের শিক্ষার্থীদের মিছিলে যোগ দিতে ডাকাডাকি করেন। এরপর তারা মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে যান। এসময় তারা, ‘জুলাই রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’ ,’মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’, সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব দে’,সহ একাধিক স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা দেশে চলমান চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। ফলে তার এই পদে থাকার আর কোনো যোগ্যতা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *