অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতা বিজয় উল্লাসে ফেটে পড়েছে।
স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এই চূড়ান্ত বিজয় লাভের পর সিলেট এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। রাস্তায় রাস্তায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ উল্লাস প্রকাশ করছেন। হাজার হাজার তরুণের উল্লাস শহরজুড়ে। রাস্তায় যেন ছাত্র-জনতার বাঁধ ভাঙ্গা স্রোত। বাঁধ ভাঙ্গা উল্লাস।
শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়েছে।’
আসিফ নজরুল বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।’
আসিফ নজরুল আরো বলেন, ‘এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’
শেয়ার করুন