আগামীকালের হরতাল সফল করতে গণ সমাবেশ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

জ্বালানী তেল,ইউরিয়া সার,নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবীতে বাম গণতান্ত্রিক জোট আহুত ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সারাদেশে অর্ধ দিবস(৬টা থেকে ১২টা) হরতাল সফল করার লক্ষে আজ ২৪ আগস্ট বুধবার বিকেলে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাম জোটের জেলা সমন্বয়ক কমরেড দুলাল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিপ্লব দাস,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী জেলা সমন্বয়ক কমরেড সাইদুর রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য কমরেড সন্তু মিত্র।সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমরেড বীরেন্দ্র নাথ রায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *