মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়া :
আগামীকাল ৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের বিএনপির অন্যতম জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া ও উজিরপুরে আসবেন বলে জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা কর্মী।তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য।এস সরফুদ্দিন সান্টু ২০০৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করেছিলেন এবং নানা ষড়যন্ত্রের স্বীকার হয়ে অল্প কয়েক ভোটে হেরেছিলেন।ওই সময় থেকেই তিনি বরিশাল জেলায় একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।২০০৯ সাল থেকে তিনি বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের অন্যতম কান্ডারি হিসেবে বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।২০১৮ সালে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনায় আসলে বাসস্টান্ডে সরকার দলীয় হামলার স্বীকার হন।পরবর্তীতে তাকে ১ নং আসামী করে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে ক্ষমতাসীনরা। এছাড়াও তিনি ওই সময়ে বানারীপাড়া ও উজিরপুরে আরো ৪টি মিথ্যা মামলার আসামী হন । ছাত্রজনতা কতৃক স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় তিনি প্রায় ৬ বছর পর স্বদেশে এসেছেন।আওয়ামীলীগের মামলা ও হামলা আতঙ্কে দেশের বাহিরে থাকলে ও দলকে উজ্জীবিত রাখতে সাহস জুগিয়ে এবং সর্বদা যোগাযোগ রক্ষা করে নেতাকর্মীদের পাশে থেকেছেন।তিনি দৃষ্টিনন্দিত গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দান এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।তিনি বহু বছর পূর্বেই অত্র অঞ্চলের অন্যতম দান বীর ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেছেন। বানারীপাড়া-উজিরপুরে তার আগমনের সংবাদে বিএনপি নেতা কর্মীদের মাঝে খুশির আনন্দ বয়ে বেড়াচ্ছে।
শেয়ার করুন