আজমিরীগঞ্জের বিভিন্ন গ্রামের সচেতন সনাতনীদের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন

জাতীয়

আজমিরীগঞ্জ প্রতিনিধি-
রাইসুল ইসলাম নাঈম:

সম্প্রতিকালে ঘটে যাওয়া বাংলাদেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাংচুর, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ভাংচুর এবং সংখ্যালঘুদের উপর সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পাহাড়পুর গ্রামের ফুটবল খেলার মাঠে ১২ আগষ্ট সোমবার শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। উক্ত প্রতিবাদ ও  মানববন্ধনে বদলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সচেতন নারী, পুরুষ  ছাত্র /ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। দেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ধর্মীয় উপসনার নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন গ্রামের সনাতনী নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন। ৮দফা দাবি রেখে দেশ ও দশের মঙ্গল কামনা করে প্রতিবাদ ও মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।তাদের দাবীগুলি হল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে২। অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।৩। ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে।

৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।৫। ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।৬। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে।৭। ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন করতে হবে।

৮। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *