ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার;
সিলেটের বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ-কে শোকজ করেছে দলটি।
শনিবার (২৭ আগস্ট) তাকে শোকজ করা হয়। শোকজের জবাব দিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বসির আহমদ জানান, ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুর রহমান খালেদের ফেসবুকে ভিডিও বার্তায় মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। যা দলের জন্য শুভনীয় নয়, দলীয় গঠনতন্ত্রপরিপন্ত্রী।