
এবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত। আজ শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি এ কথা বলেন।
বাবর বলেন, শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’ এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।
তিনি বলেন, আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তার ছেলে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে। আমার মূল লক্ষ্যই হলো আমার নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।তিনি আরও বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাই না। কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। কেউ তদবির করতে এলে তাকে আগে ধরবে
শেয়ার করুন


