পবিত্র হজ পালন করতে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থানের সময় হালিমা বেগম (৪০) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সৌদি আরব সময় আসরের নামাজের পর ওই নারীর মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত হালিমা বেগম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মধুখানী মহল্লার হাজী আব্দুল হামিদের স্ত্রী। তিনি তার বড় ছেলে মাওলানা আতিকুর রহমান এবং ছেলের স্ত্রীর সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গত ২৩ জুন সৌদিআরবে গিয়েছিলেন।
হাজী আব্দুল হামিদ বলেন, হালিমা বেগম গত ২৪ জুন হোটেলে মাথা ঘুরে পড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার) অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার ময়দানে নেওয়া হয়েছিল। আসরের নামাজের পর সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিন রাত পর্যন্ত তার নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ওই নারীর স্বামী আব্দুল হামিদ।
শেয়ার করুন