বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। কিন্তু সরকার সেই সমাবেশ বানচালের ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে গোলাপগঞ্জের শান্তিপূর্ণ প্রচারণায় বাঁধা দেয়া হয়েছে। কোন ষড়যন্ত্র করে ১৯ নভেম্বরের জনসমুদ্র ঠেকানো যাবেনা। সিলেটবাসী যে কোন মূল্যে গণসমাবেশ সফলে প্রস্তুত রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় গোলাপগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও গোলাপগঞ্জ বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, উপজেলা বিএনপির নির্বাচিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামেল চৌধুরী, উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, সহ প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান জোনাক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইমরানুল ইসলাম তানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসাইন নবিল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও আমান উদ্দিন প্রমুখ।
শেয়ার করুন