পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আ’লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব দেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘তিনি (এ কে আব্দুল মোমেন) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেটা ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি।’
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরের দিন তিনি বলেছেন ডিসটর্ট (বিকৃত) হয়েছে। দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।’
শেয়ার করুন