ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বা আইআরজিসি আবারও ইরাকের কুর্দিস্তানে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় কমব্যাট ড্রোন ব্যবহার করেছে তারা। হামলায় ৯ জন নিহতের খবর নিশ্চিত করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির পদাতিক বাহিনী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে রয়েছে কথিত কমলা পার্টি।
গত ২৪ নভেম্বর থেকে আইআরজিসি প্রতিদিন নিয়মিতভাবেই ইরাকের উত্তর অঞ্চলের গেরিলাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। বুধবারের হামলার পর ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চূড়ান্ত জবাব দিয়েছে।
শেয়ার করুন