ইরানে নীতি পুলিশের হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর সৃষ্ট বিক্ষোভ কঠোরভাবে দমন করছে দেশটি। বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষের এ কঠোর মনোভাবের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ইরানের পরিস্থিতি খুবই জটিল। এরই মধ্যে ইরানের বিক্ষোভে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন।
জেনেভায় মঙ্গলবারের এক ব্রিফিংয়ে ভলকার তুর্ক আরও বলেন, ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে দুই শিশু মারা গেছে। নিরাপত্তা বাহিনীর কঠোরভাবে বিক্ষোভ দমনসহ দেশটিতে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু হয়। ‘অনুপযুক্ত পোশাক’ পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। এর পর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।
ইরানের পক্ষ থেকে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিদেশি শত্রু ও তাদের প্রতিনিধিদের দায়ী করা হয়। ইরানের বিশ্বকাপ দল গত সোমবার তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিবাদের সমর্থন জানিয়ে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানায়।
এ সপ্তাহের শেষে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জেনেভায় ইরানের বিক্ষোভ নিয়ে আলোচনা করবে। এতে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও নিপীড়নের শিকার লোকজন অংশ নেবেন।
এ বৈঠকে ইরানের বিক্ষোভকারীদের ওপর নিপীড়নের বিষয়ে তথ্য সংগ্রহ করার একটি মিশন গঠনের বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, এ মিশনে প্রাপ্ত তথ্য ইরানের আদালত ও আন্তর্জাতিক আদালতে তুলে ধরা হবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ইরানের বিক্ষোভে ৩০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০টি শিশু রয়েছে। ওএইচসিএইচআরের মুখপাত্র জেরেমি লরেন্স ইরানের কুর্দি এলাকার শহরগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। গত সপ্তাহে সেখানে ৪০ জনের বেশি নিহত হয়েছেন।
শেয়ার করুন