ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেস্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা’র প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন।
সোমবার (১১ জুলাই) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেত্রী তাহসিনা রশদীর লুনা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন জাতীয় দৈনিক কালেরকণ্ঠ ও স্থানীয় দৈনিক সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক হিসেবে কাজ করছেন।