অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে এবার ‘চরম দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিযোগ তুলেছেন রানিয়া।
মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে এমন এমন দ্বিমুখী আচরণ খুবই হতাশাজনক। গত ৭ অক্টোবর যখন হামলার ঘটনা (ইসরাইলে) ঘটল, তখন সবাই ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়ে এর নিন্দা জানাল। কিন্তু বর্তমানে যা হচ্ছে (গাজায় ইসরাইলি হামলা), সে বিষয়ে বিশ্ব নীরব।
জর্ডানের রানি প্রশ্ন রাখেন, কেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে না? আমরা আজ বিস্ময়কর মানবিক দুর্ভোগ (ফিলিস্তিনে) দেখতে পাচ্ছি। তাহলে কেন মত সবসময় ইসরাইলি পক্ষের দিকে চলে যায়?
‘গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ’, যোগ করেন তিনি।
রানিয়া আল আবদুল্লাহ বলেন, আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো এমন মানবিক বিপর্যয় দেখছে বিশ্ব। কিন্তু তারপরও কেউই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না।
তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলা-অবরোধে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরাইলে হামলা করেনি বলেও মন্তব্য করেন গুতেরেস। বলেছেন, গত ৫৬ বছর ধরে ইসরাইলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।
নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেয়া যায় না।’
শেয়ার করুন