ইসলামী আন্দোলন সিলেট সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত

সিলেট

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখার সম্মেলন শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টায় সিলেট আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী আন্দোলন সিলেট মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এমদাদুল হক।

সম্মেলন সদস্যদের মতামতে ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের সিলেট সদর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাও: সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান, সেক্রেটারী এইচ এম এমদাদুল হক, জয়েন্ট সেক্রেটারী হাফিজ ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ফয়সাল বাবর, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মকসুদ আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *