উপশহরে এস.কে ভিসা এক্সপ্রেস ও ট্রাভেলস এর উদ্বোধন

সিলেট

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর উপশহর এস.কে ভিসা এক্সপ্রেস ও ট্রাভেলস এর ২য় শাখার উদ্বোধন হয়েছে।
সোমবার ২৩ শে ডিসেম্বর উপশহরের রোজভিউ কম্পলেক্সের ২য় তলায় দোয়ার মাধ্যমে তরুণ ব্যবসায়ী সাকিউল কাউসারের এস.কে ভিসা এক্সপ্রেস ও ট্রাভেলস এর ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়।
তাহার বাড়ি হবিগঞ্জে হলেও সিলেটে মেন্দিবাগে থাকেন এবং দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন এবং সফলতা পাচ্ছেন। গোটাটীকরে এসকে এক্সপ্রেস ও ট্রাভেলস এর ১ম শাখা থাকলেও রোজভিউ এর আশেপাশে কাস্টমারদের সেবা দিতে ২য় শাখার উদ্বোধন করেন। এছাড়াও সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পর্যায়ত্রুমে এর শাখা উদ্বোধন করা হবে।
তিনি বলেন ১ম শাখার মাধ্যমে ইউরোপ, আমেরিকা, আরব কান্টি, এশিয়া মহাদেশ বিভিন্ন দেশের ভিজিট ভিসা ও ওয়ার্কপার্মিট, স্টুডেন্ট ভিসার প্রসেসিং করেছি। প্রত্যেকটি ফাইল মালিক নিজ হাত করি এজন্য নির্ভুল হওয়ার সুযোগ খুব কম। ভ্রমনের জন্যেও ব্যবস্থা আছে। ২য় শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ১০জানুয়ারি পর্যন্ত।ভিসা প্রসেসিংয়ে রয়েছে ১৫% অফার এবং আমেরিকার জন্য ৯৯৯৯ টাকা। এস, কে হলিডেস এর মাধ্যমে ভ্রমণ পিপাসুদের দেশ বিদেশ গ্রুপ ট্যুর ও ওমরা হজ্ব পরিচালনা করে থাকেন

নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন তাদের কঠোর পরিশ্রমী ও সৎ নিষ্টাবান হতে হবে। এতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছা সম্ভব হবে।তাহার আরেক প্রতিষ্ঠানের ৬০জন আছে। এবং কর্মসংস্থান বৃদ্ধি হয়। সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে চাই।

সিলেট চেম্বার অব কমার্স এর সদস্য সাকিউল কাউসার একজন সফল ব্যাবসায়ী, সিলেটের একজন তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্টান ও সিলেট বিভাগের তথা বাংলাদেশের বৃহত্তম কোম্পানি সবার পরিচিত হবিগঞ্জ অবস্থিত অলিপুর (আরএফএল) ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের সুনামের সহিত বিগত ৭-বছর ধরে মোবাইল অপারেটর রবি কোম্পানির সেবা প্রদান করে আসছেন। এভাবে তিনি বড় বড় প্রতিষ্টানে সার্ভিস দিয়ে আসছেন। বিগত ১-বছর আগে তিনি ট্রাভেলস ব্যাবসা শুরু করেন, সফলতার সহিত কানাডা, ইউরোপীয়ান দেশে ভিসা প্রসেসিং করে সফল হয়েছেন। ওনার ৪-টি প্রতিষ্টানে প্রায় ৬০+ মানুষ কর্মরত রয়েছেন। বেকারত্ব দূরীকরণে রাখছেন ভূমিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *