শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় শাহপরান (রহ.) থানার একদল পুলিশ উদ্দেশ্যেমূলক হয়রানির লক্ষ্যে বোরহানাবাগস্থ তাঁর বাসার ফটকে অনুপ্রবেশ করার চেষ্টা ও গ্রেফতারের হুমকি প্রদর্শন করে।
এমনকি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী হওয়া সত্ত্বেও পুলিশ কর্তৃক তাঁর প্রতি অসংযত ভাষা ব্যবহার ও তাঁকে তালিকাভূক্ত চিহ্নিত ব্যক্তি বলে অপমানজনক মানহানিকর উক্তি ব্যবহার করার মাধ্যমে গোটা আইনজীবী সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
সর্বসাধারণের সম্মুখে শাহপরান (রহ.) থানার কর্মকর্তা ও পুলিশের এ ধরণের আচরণ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য লজ্জাজনক বটে।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও অনতিবিলম্বে দায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
শেয়ার করুন