ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে প্রায় ২ শতাধিক প্রতিবন্ধী ও অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আমতৈল গ্রামের ফাতেমা মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গনে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এনআরবি ব্যাংক লিমিটেড’র ঈদ উপহার বিতরণ করেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
সংগঠক মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী চেরাগ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আরব আলী ইমন।
সভায় বক্তারা বলেন, বন্যা ও করোনাকালীন সময়সহ বিভিন্ন সময়ে এনআরবি ব্যাংক লিমিটেড এলাকার অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবতার টানে সরকারের পাশাপাশি মানুষের কল্যাণে ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে মানবসেবা করে যাচ্ছেন সত্যিই প্রশংসার দাবী রাখে। শুধু নিজেদের লাভের চিন্তাভাবনা না সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওটাই মানবতার বিজয়।
শেয়ার করুন