সিলেট সিটি করর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আশিক আহমদ (৪৫) সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দক্ষিণ সুরমা থানার মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।
শেয়ার করুন