ওপেন নয়, ইনডোরে সমাবেশের অনুমতি পেতে যাচ্ছে জামায়াত!

রাজনীতি

পুলিশের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেটে উন্মুক্ত জায়গায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

গত ২৫ জুলাই সকালে ই-মেইলে সমাবেশ করার অনুমতি চেয়ে ও বিকেলে আবার একটি জামায়াতের আইনজীবী প্রতিনিধিদল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে ‘না’ জানিয়েছে ডিএমপি।

যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় এখনও তাদের অনুমতি দেওয়া হয়নি।

তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

অনুমতির ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ‘না’। ওপেন কিংবা ইনডোর এখনও অনুমতি দেওয়া হয়নি জামায়াতকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *