আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘অসত্য’ বলে আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াত বিএনপির বি-টিম’। তার এ বক্তব্যকে ‘অসত্য’ আখ্যা দিয়ে এটিএম মাছুম বলেছেন, জামায়াত তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত কোনো দলের কোনো টিমের সদস্য নয়।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গোলাম আযমকে নাগরিকত্ব দেয় খালেদা জিয়া সরকার’।
এ বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন ১৯৯২ সালে গোলাম আযমকে বিএনপি সরকার গ্রেপ্তার। তিনি সুপ্রিম কোর্টের রায়ে নাগরিকত্ব ফিরে পান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেছেন, ‘জামায়াত বিষবৃক্ষে পরিণত হয়েছে’। এই বক্তব্যকে অর্থহীন বলে দাবি করেছে জামায়াত। দলটির বিবৃতিতে বলা হয়েছে, জনগণ জামায়াতকে তাদের আস্থাভাজন দল হিসেবে গ্রহণ করেছে। জামায়াত কারও পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে না।
শেয়ার করুন