কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার এলাকাবাসীর উদ্যোগে এম এম শাহীনের সমর্থনে এক পথসভা আয়োজন করা হয়।
(১৭ জুন) শনিবার বাদ মাগরিব স্থানীয় বাজারের শেড ঘরে বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ ভুকশিমইল গ্রুপ কমিটির সহ-সভাপতি রাহীম আহমেদ মান্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহীন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, কুটি মিয়া, বিশিষ্ট সমাজসেবক মধু মিয়া, ছকাপন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ছকরুল, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, যুবনেতা মেহেদী হাছান খালিক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ ভুকশিমইল গ্রুপ কমিটির সভাপতি জুবেল আহমদ প্রমুখ।
শেয়ার করুন