কানাইঘাট বাসীকে পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন পলাশ

সিলেট

——————————————————-জনতার ডেক্সঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলার সর্বস্থরের মানুষের প্রতি পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র মক্কা নগরী থেকে এক ম্যাসিঞ্জার বার্তায় তিনি জনতার চোখের মাধ্যমে উপজেলাবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, কোরবানির মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
তিনি বলেন, আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *