কালীপুজোর রাতে তন্ত্রের বলি নাবালিকা ! আট বছরের বালিকা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালপুরা থানা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা ৷ তার খোঁজে রাতভর বিভিন্ন এলাকা কার্যত চষে ফেলেন পরিবারের সদস্যরা। কিন্তু খোঁজ মেলেনি ৷ শুক্রবার সকালে খাল পাড়ে বস্তার মধ্যে তার দেহ পাওয়া যায় ৷
পুলিশ সূত্রে খবর, মেয়েটির মুখে একটি কাপড় গোজা ছিল। এমনকী তার কপালে তিলক ও গলায় মালাও ছিল। মেয়েটিকে খুনের পর দেহ বস্তায় ভরে গ্রাম থেকে দূরে একটি খালের কাছে ফেলে দেওয়া হয়। গ্রামবাসীরা বলছেন, তন্ত্রমন্ত্রের জেরে মেয়েটিকে কেউ খুন করেছে ৷ এ বিষয়ে বাল্মীকি মহাপঞ্চায়েতের সভাপতি চৌধুরী মান সিং বলেন, “মেয়েটিকে খুন করা হয়েছে ৷ এটা সম্পূর্ণ তন্ত্র-মন্ত্রের ব্যাপার ৷ পুলিশ যত দ্রুত সম্ভব অভিযুক্তকে ধরুক।”
মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে দেহ বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয় বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালপুরা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ এমনকী স্লোগান দিয়ে রাস্তা অবরোধও করে তারা ৷ যার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে, বাধা দেন গ্রামবাসীরা ৷ গ্রামবাসীদের দাবি, ওই নাবালিকার হত্যাকারীকে আগে গ্রেফতার করতে হবে। ডিসিপি সোনম কুমার জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি মালপুরা থানা এলাকার একটি গ্রামের। বৃহস্পতিবার দিওয়ালির দিন সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে নিখোঁজ হয় ওই আট বছরের মেয়েটি। পরিবারের লোকজন এরপর থেকে তাকে খুঁজতে থাকে। রাতে মেয়ে নিখোঁজ হওয়ার খবর মালপুরা থানাতেও দেওয়া হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই মেয়েটির খোঁজ শুরু করা হয় ৷ পরিবারের সদস্যরাও রাতভর ওই নাবালিকার খোঁজ করে ৷ কিন্তু পাওয়া যায়নি ৷
শুক্রবার সকালে খালের পাড়ে ঝোপের মধ্যে বস্তায় মেয়েটির দেহ পাওয়া যায়। পরিবার তাকে শনাক্ত করেছে ৷ এতে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।