মুহাম্মদ আমির উদ্দিন কাশেম,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
আজ (৩ ডিসেম্বর ২২) শনিবার, কটারকোনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৪র্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রিজাইডিং অফিসার সাক্ষরিত বিবৃতিতে প্রকাশিত বিজয়ীদের তালিকার মধ্যে সভাপতি হিসেবে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হোন সাবেক দুইবারের সভাপতি মোঃ ইয়াকুব আলী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ছনর মিয়া পান ১১৪ ভোট।
সহ সভাপতি পদে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হোন আব্দুস সালাম শফিক, নিকটতম প্রতিদ্বন্দ্বী মকছন আলী পান ৯১ ভোট। ৬৮ ভোট পেয়ে ৩য় হোন মোঃ আব্দুর রাজ্জাক।
সাধারণ সম্পাদক পদে ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হোন আব্দুল মোমিত মাসুম, নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমদ পান ১৩২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হোন মাসুম আহমদ সুমন, প্রতিদ্বন্দ্বী শিবু আচার্য্য পান ৫৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হোন শওকত আলী, নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ আহমদ পান ১৫৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হোন কাওসার আহমদ, প্রতিধ্বনি বিলাল আহমদ পান ১১৩ ভোট।
এছাড়াও সদস্য পদে প্রার্থীতা করা ৭ সদস্যের মধ্যে ১ম সদস্য হিসেবে ২২২ ভোট পয়ে নির্বাচিত হোন রাসেল আহমদ, ২য় মুজিব মিয়া ২০৪ ভোট, ৩য় আব্দুস সামাদ, ১৯৮ ভোট, ৪র্থ উসমান ১৯২ ভোট এবং ৫ম সদস্য হিসেবে নির্বাচিত হোন রুবেল মিয়া।
শেয়ার করুন