কুলাউড়া উপজেলা জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক সুমন মোহন দাস।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জালালপুর গ্রামে সম্প্রদায়ের লোকেদের সাথে কুলাউড়া উপজেলা জামায়াতের মতবিনিময় সভায় বাংলাদেশ তিনি বক্তব্য রাখেন। সুমন মোহন দাস বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের অঙ্গসংগঠন কুলাউড়া উপজেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক ছিলেন।
এ নিয়ে কুলাউড়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ।এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমকে মুঠোফোনে পাওয়া যায়নি ।
হিন্দু ধর্মীয় অনুসারীদের মধ্যে বক্তৃতায় মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইন্জিনিয়ার এম শাহেদ আলী ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিম।এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসময়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির আলোচনায় শাহেদ আলী বলেন, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংসদ নির্বাচনে বিজয়ী হলে দারিদ্র, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে সকল সম্প্রদায়ের লোকেরা শান্তিতে এদেশে বসবাস করতে পারবে।
শেয়ার করুন