কোনো বাংলাদে‌শি হতাহতের খবর নেই উপ-হাইক‌মিশনে

জাতীয়

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো বাংলাদে‌শির হতাহ‌ত হওয়ার খবর পায়‌নি কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশন।

শ‌নিবার (৩ জুন) কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশনের এক কর্মকর্তা এ তথ্য জা‌নান।

উপ-হাইক‌মিশনের এ কর্মকর্তা বলেন, এ ধরনের প‌রি‌স্থি‌তিতে স‌ঠিক তথ্য বের করাটা যেমন জরু‌রি, তেম‌নি ক‌ঠিনও। বি‌শেষ করে বিদে‌শি নাগ‌রিকদের তথ্য বের করা। মিশন ইতোম‌ধ্যে হটলাইন নম্বর চালু করেছে। মিশন কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র র‌ফিকুল আলম বলেন, আমাদের মিশনের এক‌টি টিম ইতোম‌ধ্যে ঘটনাস্থলে পৌঁ‌ছে যাওয়ার কথা।মিশন থেকে আমরা এখনও বাংলা‌দে‌শিদের বিষয়ে কোনো আপডেট পাই‌নি।

ভারতের পূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যের বালেশ্বর এলাকার কাছে শুক্রবার রাতে ট্রেনের ত্রিমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য বল‌ছে, ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা শনিবার দুপুর ১২টা পর্যন্ত বেড়ে ২৮৮ হয়েছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *