কোম্পানীগঞ্জের স্বর্ণের দোকানে চুরি

সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে মনোরমা শিল্পালয়ে চুরির ঘটনা ঘটেছে।

২৯শে সেপ্টেম্বর রোববার রাত ২ ঘটিকায় উপজেলার থানাবাজারস্থ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন আলফু মিয়া মার্কেটের মনোরমা শিল্পালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকার স্বর্ণ ও রুপার মালামাল চুরির এ ঘটনা ঘটে।

এতে মনোরমা শিল্পায়ের স্বত্বাধিকারী প্রিয় লাল বণিক অজ্ঞাতনামা করে ৩/৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করে বলেন ২৯ শে সেপ্টেম্বর রোববার রাত প্রতিদিনের মতো দোকানের কারিগর অপু দত্তকে রেখে বাসায় চলে যাই। সে দোকান তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। ঘটনা চলাকালীন মূষলধারে বৃষ্টি হওয়ায় টিনের চালা দিয়ে বৃষ্টির পানি অপু দত্তের উপরে পড়লে সে ঘুম থেকে উঠে যায়। তখন চোরেরা তাকে মৃত্যুর ভয় দেখালে আতংকিত হয়ে আশেপাশের লোকজনকে ডাকার সাহস পায় নাই।
আনুমানিক ১টা ৫৮ মিনিটে অজ্ঞাতনামা তিন থেকে চার জন মুখোশধারী চোর দোকানের টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরায় উক্ত ঘটনার ভিডিও রেকর্ড রয়েছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান চুরির ঘটনার অভিযোগ পেয়েছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *