কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
আজ ১ জানুয়ারি সোমবার -সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের নাজির গাও ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।২০ দলীয় এই টুর্নামেন্টে কালিবাড়ী যুব সংঘ ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোকাবেলা করেন পাড়ুয়া তরুণ সংঘ ক্রিকেট দল।
খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেন কালিবাড়ী ক্রিকেটদলের দলীয় অধিমায়ক আলাউদ্দিন রিয়ান।ব্যাটিংয়ে নেমে পাড়ুয়া ক্রিকেট দল ১৬ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হোন।পাড়ুয়া দলের পক্ষে জুনেদ ও মোশারফ যথাযত ভালো ব্যাটিং করেন।জবাবে ১১১ রানের লক্ষ্যে -ব্যাট করতে নেমে কালিবাড়ী যুব সংঘ ক্লাবের তারকা ব্যাটসম্যান আজিজ শাওন ওপেনিং জুটিতে ৪০ রান করতে সক্ষম হোন। আজিজ ব্যাক্তিগত ৩৬ রানে প্যাভিলিয়নে ফিরে আসলে কিছুটা চাপের সম্মুখীন হয়ে টিম কালিবাড়ী।কালিবাড়ী ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার আবুল হোসেন, আবুল হাসনাত,অধিনায়ক রিয়ান ও মোস্তফার নৈপন্যে -ধীরে ধীরে জয়ের নৌঙরে পাল তুলে টিম কালিবাড়ী টাইগার্স।ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হোন -আজিজুর রহমান।টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হোন-রেদওয়ান নেওয়াজ।
নাজিরগাও ক্রিকেট ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজিরগাও ক্রিকেট দলের সভাপতি কালাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইরাগ সুর্যদয় ক্লাবের সাবেক খেলোয়ার গিয়াস, ইমাম সঞ্জুবন।পাড়ুয়া তরুণ সংঘের সাবেক খেলোয়াড় নিজাম উদ্দিন, মামুন চৌধুরী। কালিবাড়ী যুব সংঘ ক্লাবের সাবেক তারকা খেলোয়াড় হিরা মিয়া, ফরিদ মিয়া, রজন মিয়া,মঈন উদ্দিন,সুজন মাহমুদ এমরান,সাবেক অধিনায়ক সজীবুল ইসলাম জয়, সাবেক ক্রিকেটার আব্দুল আলীম।নাজির ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সুহেল, কামরান, ফয়সল, রায়হান।ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন -ওয়াহিদ রেজা।ম্যাচ পরিচালনা করেন -রায়হান ও মাহবুব।
শেয়ার করুন