কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চন্দ্রনগর গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র রমজান আলী(৩৫) নতুন জীবনপুর(গাজঘর)গ্রামের পশ্চিম দিকে লম্মা বিল নামক জায়গায় তিনি বজ্রপাতে আকস্মিক মৃত্যু বরণ করেন। মৃত্যু রমজান আলীর মা মুজেদা বেগম জানান-আমার তিনছেলে ও এক মেয়ের মধ্যে আমার রমজান সবার বড়!
চন্দ্রনগর গ্রামের বাসিন্তা যুবলীগ নেতা শফরুল হাসান শফর জানান-আনুমানিক রাত তিনটায় রমযান আলী মাছ শিকারে জন্য বিলে যান সেখানে তিনি বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
শেয়ার করুন