গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আল্টিমেটাম

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম এই আল্টিমেটাম দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়। এ সময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় প্রদান করা হয় এবং বেশ কিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
টাস্কফোর্স অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে আল্টিমেটাম দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *