তানজিল হোসেন, গোয়াইনঘাট: নারী দিবসের তাৎপর্য যেন সারা বছর আমরা মেনে চলি, এই সংবাদ সবার কাছে পৌঁছাতে হবে। আজ সমাজের সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখছেন। যারা পিছিয়ে আছেন অধিকার আদায়ে সচেতন করতে হবে। বর্তমান সরকারের আন্তরিকতায় নারীরা এগিয়ে যাচ্ছেন।
শুক্রবার ( ৮ই মার্চ ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে ইউএনও’র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
“নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এমন প্রতিপাদ্যের উপর উপজেলা কনফারেন্সে রুমে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগমের সভাপতিত্বে ও মহিলা অফিসের শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান, এফআইভিডিবি সুফল প্রকল্পের ম্যানেজার ফারহানা আক্তার।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা আ’ওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর অতিথিবৃন্দ ঐতিহাসিক ৭ মার্চ ও নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এমআইএস এন্ড মনিটরিং অফিসার দ্বিপায়ন দাসসহ এনজিও কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, মা ও শিশু সহায়তা প্রকল্পের মাঠকর্মী ও এলাকার নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন