তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমানকে সভাপতি ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের শামীম আহমদ কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলা কনফারেন্স কক্ষে শংকর পদ পালের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জামাল উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন শামীম আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আহসান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মহসীন, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি লিয়াকত আলী ও দপ্তরীদের পক্ষে ছওয়াব আলী প্রমুখ। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ থাকাই সংগঠনের লক্ষ্য। আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লুৎফুর রহমানকে সভাপতি (সিএ উপজেলা পরিষদ) ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে (মহিলা বিষয়ক কার্যালয়) মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।
শেয়ার করুন