গোয়াইনঘাটে চদিবদি হাওড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন সম্পন্ন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাটে চদিবদি হাওড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ (নিবন্ধন নংঃ ৮৫৯/৭১-৭২) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির ২২ জন সদস্যদের মতামতের ভিত্তিতে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মো. কপিল উদ্দিন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন অমরা বিশ্বাস ও সাধারণ সম্পাদক হয়েছেন বেনা বিশ্বাস। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শ্রী যোগীন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ সিপু বিশ্বাস এবং মনু বিশ্বাস ও বজেন্দ্র বিশ্বাস কে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চদিবদি হাওড় মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় পরিদর্শক অমলেন্দু রায়, জেলা অডিটর ও অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, উপজেলা সহকারী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *