তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
রবিবার (১লা ডিসেম্বর) তিনি দিনব্যাপী ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজারে নির্মাণাধীন দুতলা মার্কেট ভবনের চলমান কাজ, দাতারী জামে মসজিদের কাঁচা রাস্তা ও ব্রীজ নির্মাণের লক্ষে কাপনা খালের দাতারী-বলেশ্বর খেয়াঘাট পরিদর্শন, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের চলমান কাজ, হাটগ্রাম স্কুল রোড, হাটগ্রাম বধ্যভূমি, হাটগ্রাম খেলার মাঠ, হাটগ্রাম থেকে চৌধুরী কান্দিমুখী রাস্তা ও মধ্যখানে খালের উপর ব্রীজ নির্মাণের লক্ষে সরেজমিন পরিদর্শন, নগরডেংরী-বরইতলা বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা এবং হাকুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধপূর্ণ জমি পরিদর্শন করেন।
এছাড়া হাটগ্রাম চৌধুরীকান্দি গ্রামের কৃষকদের দাবির প্রেক্ষিতে কাপনা নদীর উত্তর অংশের সম্ভাবনাময় কৃষি জমিতে বিএডিসি সেচ প্রকল্প বাস্তবায়নে তিনি কৃষকদের আশ্বাস প্রদান করেন।
দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সমাজসেবক মাওলানা দেলওয়ার হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, হাকুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেইন আহমদ, মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা আনোয়ার হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন