তানজিল হোসেন, গোয়াইনঘাট: প্রকৃতির অমোঘ খেয়ালে মাঝেমধ্যে অনেক কিছু ঘটে। কিছু কিছু সহনশীল পর্যায়ে থাকলেও অনেক ক্ষেত্রে মারাত্মক আকারে জনজীবনের ওপর আঘাত হানে। ২০২২ সালের জুনের মাঝামাঝি দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছিলো। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বন্যার বিপদাপন্নতা কমিয়ে আনার লক্ষ্যে এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রজেক্ট ম্যানেজার ডাঃ ফারহানা আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া, সত্যেন্দ্র বৈদ্য, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।
এ সময় উপস্থিত ছিলেন রাইমস বাংলাদেশের প্রতিনিধি সৈয়দা সাবরিনা, সুলতানা, মনিকা তাবাসসুম, প্রকল্প ফোকাল দেলোয়ার হোসেন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন শিহাব, ইউপি সদস্য মুজিবুর রহমান, ইউনিয়ন মবিলাইজার শামীম আহমদ, শাহ মোঃ জাহাঙ্গীর আলম, সাবিকুন নাহার, মিন্টু রঞ্জন আচার্জি ইউনিয়ন মবিলাইজার, বন্যা উপ-বিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান ও সুফল প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম সিলেট জেলার বন্যার অন্তর্ভুক্ত স্টেশন সমূহের মৌসুমী ও প্রাক-মৌসুমী বিপদসীমায় যেকোন প্রাকৃতিক বিপর্যয়ে আতঙ্কিত না হয়ে মোকাবেলা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শেয়ার করুন