গোয়াইনঘাট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় ঈদ জামাত শুরু হয়।

ঈদের প্রধান জামাতে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সুমনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় সাড়ে চার হাজার মুসল্লি অংশ নেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা আব্দুল খালিক। এর আগে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা সালমান।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম সমাজের বিভিন্ন মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম মাওলানা আনোয়ার হোসাইন প্রতিবেদককে জানান, কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানসহ উপজেলা মডেল মসজিদের প্রথম তলায়ও মুসল্লীদের ঢল ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *