রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::
গোলাপগঞ্জের ৪নং লক্ষীপাশা ইউনিয়নের অন্তর্গত লক্ষীপাশা গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে ওমর ফারুক (২৫) এক ব্যাক্তির নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ ব্যাক্তির ভাই মোঃ জাবের বাদী সিলেট এসএমপির জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (যার জিডি নং-৪৩৩,তাং-১০/১২/২০২৩ইং)
ঘটনা ও জিডি সূত্র থেকে জানা যায়,গত ৯ ডিসেম্বর,২০২৩ইং(শনিবার) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের অন্তর্গত কারীপাড়া গ্রাম থেকে ওমর ফারুক নিখোঁজ হয়।সে নিখোঁজের দিন তার শশুর বাড়ি আখালিয়া ক্বারীপাড়া বাসায় বেড়াতে যায়।পরে শশুর বাড়ি থেকে বিদায় নিয়ে তার কর্মস্থল রাখালগঞ্জ বাজারে উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়।পরিবারের লোকজন তাদের সকল আত্মীয় স্বজনসহ সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।
নিখোঁজ ব্যাক্তির ভাই মোঃ জাবের বলেন,যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার ভাই
ওমর ফারুকের সন্ধান পেয়ে থাকেন তাহলে সাথে সাথে আমাদের জানাবেন।
প্রয়োজনে যোগাযোগ:
মোঃ জাবের- ০১৭৫৩৭৬২৫৫৪
শামিম আহমদ সুহেল-০১৭১৯০৮৩০৪২
এ ব্যাপারে জানতে চাইলে ডায়েরির তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার উপ-পরিদর্শক সবুজ দাশ জানান ঘটনার নিশ্চিত করে বলেন,আমরা নিখোঁজ ডায়েরি পেয়েছি।ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
শেয়ার করুন