গোলাপগঞ্জে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে আটক।

সিলেট

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)-

গোলাপগঞ্জে ইভটিজিং এর দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজার কান্দিগ্রাম এলাকার মৃত মুহিব আলীর পুত্র নাসির উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, গোলাপগঞ্জ চোমুহনী থেকে জনৈক এক ছাত্রীকে ইভটিজিং করত অভিযুক্ত নাসির। বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবনকে জানানো হলে তাৎক্ষনিক এসআই ফয়জুল করিম ও এসআই জাহাঙ্গীর আলম তাকে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট বরাবরে হাজির করেন৷ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অভিজিৎ চৌধুরীর কাছে আসামী দোষ স্বীকার করে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাসিরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল সাজা প্রদান করেন। আসামী জরিমানা আদায় করলে তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *