সিলেটের গোলাপগঞ্জে রোববার রাতে প্রচন্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক মানুষের মধ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।
এসময় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘গতরাতে হঠাৎ করে শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিন রাতেই আমি বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খুঁজখবর নিয়েছি। মানুষের অসহায়ত্ব দেখে খুবই কষ্ট লেগেছে। গতরাতেও আমি মানুষকে আমার সামার্থনুযায়ী সহযোগিতা করেছি। আজও তার ব্যাতিক্রম হয়নি। অসহায় মানুষের প্রতি আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, রোববার রাতে হঠাৎ করে প্রচন্ড শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে ও বাহিরে থাকা শিশুসহ প্রায় শতাধিক মানুষ শিলাবৃষ্টিতে আহত হয়েছেন। সড়কে ও গ্যারেজে থাকা অনেক গাড়ির গ্লাস ভেঙেছে। নষ্ট হয়েছে ফসলি জমি।
শেয়ার করুন