গোলাপগঞ্জে শুভ উদ্বোধন হতে যাচ্ছে “লাযীয চাইনিজ এন্ড পার্টি সেন্টার”র

সিলেট

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)::

গোলাপগঞ্জে রুচিশীল অভিজাত ও শৌখিন মানুষের জন্য সুন্দর পরিবেশে বিশুদ্ধ মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে “লাযীয চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার”।

আগামীকাল ৫ই জুন,২০২৩ইং(সোমবার) বিকাল ২ ঘটিকায় গোলাপগঞ্জ পৌর শহরের প্রানকেন্দ্র জকিগঞ্জ রোডে  এ.আর লিপন কমপ্লেক্সে অভিজাত রেস্টুরেন্ট “লাযীয চাইনিজ এন্ড পার্টি সেন্টার”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

এ বিষয়ে “লাযীয চাইনিজ এন্ড পার্টি সেন্টার” এমডি আব্দুল ওহাব কামিল বলেন, আমাদের রেষ্টুরেন্ট উদ্বোধন এর সকল প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে। এখন আমরা উদ্বোধনের অপেক্ষায় আছি।ইতিমধ্যেই কয়েকটি পার্টির বুকিং কনফার্ম  হয়ে গেছে।গোলাপগঞ্জে ইদানীং অনেক রেষ্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী ফুডের গুনগত মান ও মূল্য প্রশ্নাতীত। এখানে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি কাষ্টমারের চাহিদা অনুযায়ী ফুডের গুনগত মান ও মূল্য নির্ধারণ হয়েছে। আশা করছি আমাদের  রেষ্টুরেন্টে চাইনিজ ও পার্টি সেন্টারে খাবারের মান রক্ষার পাশাপাশি কাস্টমারের চাহিদা অনুযায়ী সেবার মানও নিশ্চিত থাকবে। সে ব্যাপারে আমরা কর্তৃপক্ষ  বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জের জনপ্রতিনিধিবৃন্দসহ রাজনীতিবিদ ও সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সবাইকে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন “লাযীয চাইনিজ এন্ড পার্টি সেন্টার”কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *