রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)
গোলাপগঞ্জে ২য় ইব্রাহিম আলী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম রব্বানী মজুমদার, ইউপি সদস্য এনামুল কবিরসহ অনান্যরা।
পরীক্ষা নিয়ন্ত্রক আফিয়া বেগম জানান, এ মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ৭টি ও বিয়ানীবাজার উপজেলার ৩টি বিদ্যালয় মিলিয়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম ও ১০ম শ্রেনীর মোট ১৪০জন পরীক্ষার্থী এতে অংশগ্রহন করে। গত বছর থেকে শুরু হওয়া এ মেধাবৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পরীক্ষার পৃষ্ঠপোষক ইব্রাহিম আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ডস আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল।
বার্তাপ্রেরক
রাসেল আহমদ
গোলাপগঞ্জ, সিলেট।
০১৭৬৩৪৩২৭০৩
তারিখ : ৫.১১.২২ইং