বছরের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর শীর্ষ পর্যায়ের ফুটবলে অনেকেই তার দাপটের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু ৩৮ বছর বয়সেও আপন আলোয় উদ্ভাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মরু-রাজ্যে ফুটিয়ে চলেছেন গোলের ফুল। গোলের রাজ্যে এখনো রোনাল্ডোই রাজা। সৌদি প্রো লিগে শেষ তিন ম্যাচে নিজে ছয় গোল করার পাশাপাশি চারটি গোল বানিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা! ছয় গোলের শেষটিতে পা রেখেছেন ইতিহাসের নতুন চূড়ায়। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে প্রতিযোগিতামূলক ম্যাচে ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনাল্ডো।
শনিবার রাতে আল হাজমের বিপক্ষে আল নাসরের ৫-১ ব্যবধানের জয়ে চতুর্থ গোলটি করেন রোনাল্ডো। এটি তার ক্যারিয়ারের ৮৫০তম গোল। ৮৫০ গোলের ২৬টি করেছেন আল নাসরের জার্সিতে।
পেশাদার ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ৮১৮ গোল রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। জোড়া হারে মৌসুম শুরুর পর আল নাসরকে টানা তিন ম্যাচ জিতিয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজের মাইলফলক নিয়ে বলেছেন, ‘৮৫০তম ক্যারিয়ার গোল। আরও আসছে।’
শেয়ার করুন