ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথে শনিবার (৯ জুলাই) সকালে কালীগঞ্জ বাজারে এলাকার ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ‘গ্রেটার কালিগঞ্জ এসোসিয়েশন বিশ্বনাথ ইউকে’র অর্থায়নে ও রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।
রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ফখরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফজল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বসির উদ্দিন আহমদ, মুরব্বী হাজী আব্দুল আহাদ, আহমদ আলী মেম্বার, ডাক্তার মনির উদ্দিন, সমাজসেবক মতিউল ইসলাম, শহিদুল ইসলাম মেম্বার, মুরব্বী ইরণ আলী, এম এ রব, ব্যবসায়ী সৈয়দ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাষ্ঠার আলতাফুর রহমান, সংগঠক আব্দুল আলিম, মাহফুজুল ইসলাম নমির, জাকারিয়া শিকদার, সুজিত কান্ত পাল, সমীর রঞ্জন দাশ, আব্দুল মোমিন, নুরুল ইসলাম, নিশি কান্ত পাল, কাপ্তান মিয়া, শামছুল হক, আক্তার ফারুক, ফরিদ আলী, শাকিল, ফয়ছল আহমদ, কবিরুল ইসলাম, আফিকুল ইসলাম, জমির আলী।
শেয়ার করুন