‘ঘন ঘন লোডশেডিং থেকে সিলেটবাসীকে মুক্তি দিন’

সিলেট

সিলেটে বিদ্যুতের দুর্ভিক্ষ থেকে জনগণকে মুক্তি দিতে এবং প্রশাসনের ছত্রছায়ায় বিভিন্ন হোটেল-ফ্লাটে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু এক বিবৃতিতে বলেন, বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে সিলেট নগর, সংশ্লিষ্ট জেলা শহর তথা বিভিন্ন উপজেলা পর্যায়ে লাগামহীন ভাবে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সিলেটবাসীর ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। সেজন্য অনতিবিলম্বে সমগ্র সিলেট অঞ্চলকে ঘন ঘন লোডশেডিং হতে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এভাবে ঘন ঘন লোডশেডিং দিয়ে সিলেটের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই সময় মত সিলেটকে নিরবচ্ছিন্ন ভাবে লোডশেডিং মুক্ত অঞ্চল জনগণ দেখতে চায়। লোডশেডিং নিয়ে আর কোন টালবাহানা সহ্য করা হবে না।

নেতৃবৃন্দ বলেন, নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেল, ফ্লাটে পতিতাবৃত্তি, মাদক, প্রকাশ্যে জুয়া খেলা, ছিনতাই, চাদাবাজী, অজ্ঞান পার্টির তৎপরতা প্রভৃতি বন্ধ করতে হবে। নগরীর ফুটপাত ও রাস্তা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে মানুষকে নিরাপদে চলার সুযোগ করে দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন সিলেট প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিরীহ ক্ষতিগ্রস্ত মানুষ আবেদন নিবেদন করলে কর্মকর্তারা রাজা-বাদশা’র মত ভূমিকা পালন করার তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এসব সমস্যার প্রতি নজর দিয়ে আন্তরিক মনমানসিকতা নিয়ে জনগণের খেদমত করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *