আবহাওয়া অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. আসাদুর রহমান জানিয়েছেন, ২০০৭ সালে সংগঠিত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী এবারের ঘূর্ণিঝড় ‘মোখা’।
তিনি জানান, প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ‘মোখা’। তবে সিডর দেশের মাঝ বরাবর দিয়ে গেলেও মোখা যাবে পাশ দিয়ে।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের মিডিয়া সেন্টারে ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
আসাদুর রহমান বলেন, ‘উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ‘মোখা’ গতি সঞ্চার করতে থাকবে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে ১৬০ কিলোমিটারের বেশি।’
তিনি বলেন, ‘মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সেন্টমার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চলে। এর প্রভাবে যে বৃষ্টি হবে, তাতে পাহাড় ধসেরও শঙ্কা আছে।’
আসাদুর রহমান আরও বলেন, ‘মোখার প্রভাব সিলেট পর্যন্ত থাকবে। বর্তমানে এর ডায়ামিটার ৫০০-৫৫০ কিলোমিটার। ডায়ামিটার যদি ২৫০ কিলোমিটারও থাকে, তাও তো কম না। তীর থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে এলে এর গতি থাকবে ১৬০-১৭৫ কিলোমিটার। কিন্তু এটা আরও গতি সঞ্চার করতে পারে। এই গতিতে এগিয়ে এলে রোববার সকাল ১০টা থেকে ঝড়ো হাওয়ার পরিমাণ বাড়বে।’
শেয়ার করুন