চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর ট্রেনের নিচে লাফিয়ে যুবকের আত্মহত্যা

জাতীয়

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) কর্মরত স্টোরকিপার হাফিজুর রহমান (২৮) ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

গতকাল শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর রেলসেতুর কাছে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

পরিবারের অভিযোগ, এক বছরের কন্যাসন্তানের বাবা হাফিজুর চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ফলিয়াপাকুরতলা গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে।

নিহতের স্বজনরা জানান, দিনাজপুর বিএডিসিতে স্টোরকিপার হিসেবে কর্মরত অবস্থায় ১১ লাখ টাকার হিসাব মেলাতে পারেননি হাফিজুর। এ কারণে সম্প্রতি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। এই টাকা জমা দেওয়ার জন্য গতকাল শনিবার বাড়িতে এসে ১১ লাখ টাকা চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে কাউকে না জানিয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।

স্থানীয়রা জানান, আজ রোববার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের লালমনিরহাট-সান্তাহার রেলপথের হিয়াতপুর সেতুর উত্তর দিকের রেললাইনের ওপর ও সেতুর নিচে পানিতে পড়ে যাওয়া তার খণ্ডবিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।

শালমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান আনিস ট্রেনে কেটে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *